নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

শনিবার (৯ ডিসেম্বর) পরিচালিত এই অভিযানে নানা অনিয়মে ৩৩টি মামলা রুজু করা হয়। এসব মামলায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

জেলা প্রশাসন জানায়, মিরসরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃত্বে ৩টি মামলায় ৩ জনের কাছ থেকে ৮ হাজার জরিমানা করা হয়েছে। আনোয়ারা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে ৫টি মামলায় ৫ জনের কাছ থেকে ১০ হাজার জরিমানা করা হয়। সাতকানিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীকের নেতৃত্বে ৫টি মামলায় ৫ জনের কাছ থেকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। 

বাঁশখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটওয়ারী সিদ্দিকীর নেতৃত্বে ৩টি মামলায় ৩ জনের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

রাউজান উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলামের নেতৃত্বে ৯টি মামলায় ৯ জনের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

সীতাকুণ্ড  উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের নেতৃত্বে ৪ টি মামলায় ৪ জনের বিরুদ্ধে ২৭ হাজার জরিমানা করা হয়।

এছাড়াও মহানগর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে  ৩টি মামলায় ৩ জনের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি মামলায় একজনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি এবং অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হচ্ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআর/এমএসএ