ঢামেকের স্টাফ কোয়ার্টার থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে মোসা. তানিয়া আক্তার তানহা (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এ তথ্য জানিয়েছেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন মল্লিক। তিনি জানান, সংবাদ পেয়ে রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালের স্টাফ কোয়ার্টারে ফোর্স নিয়ে যাই। সেখানে চারতলার একটি কক্ষ থেকে ওই কিশোরীকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এসআই বলেন, আমরা জানতে পেরেছি সে কিছুদিন আগে গ্রামের বাড়ি থেকে তার খালার সঙ্গে ঢাকায় এসেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
এসএএ/এসএসএইচ