ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার হাজনাহ মো. হাশিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাব্বির এ খান।

সোমবার (১১ ডিসেম্বর) ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 
প্রথমে সাব্বির এ খানকে হাইকমিশনার হাজনাহ মো. হাশিম স্বাগত জানান। এরপর বিভিন্ন ইস্যুতে তারা মতবিনিময় করেন।

মালয়েশিয়ার হাইকমিশন জানায়, হাইকমিশনার ও বিএমসিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্টের আলোচনায় বিশেষভাবে স্থান পেয়েছে বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু। এ ক্ষেত্রে তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদার করার বিষয়ে গুরুত্ব দেন।

এনআই/এমজে