চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে আটজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে থানার বিআরটিসি ফলমন্ডির পশ্চিম পাশে ইঞ্জিনিয়ার কলোনির সাত্তার মিয়ার ভাড়াঘর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন– সঞ্জীত শর্মা, মো. মোস্তফা কামাল, মো. ইসমাইল নিজামী, আহমদ উল্লাহ, মো. টুটুল, দ্বীন মোহাম্মদ মানিক, মো. ইসমাইল ও মো. শফি উদ্দিন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করে আদালতে পাঠানো হচ্ছে।

এমআর/এসএসএইচ