মানবাধিকার নিশ্চিতে সবার স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার প্রয়োজন
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাংবাদিক, নারী ও মানবাধিকার কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছে বেসরকারি গবেষণা সংগঠন ভয়েস। রোববার সংগঠনটির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের। নাগরিকের অধিকার কোনোভাবে খর্বিত করা যাবে না। দেশের অর্থনীতি, বাজেট, শিক্ষাব্যবস্থা, চিকিৎসাসহ সকল বিষয়ে একজন নাগরিককে অবগত থাকতে হবে। নাগরিকেরও দায়িত্বশীল আচরণ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
আলোচনায় বক্তারা দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক ও রাজনৈতিক অধিকারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ভয়েসের উপপরিচালক মুশাররাত মাহেরা। তিনি বলেন, দেশে নারীদের প্রতি সহিংসতা অব্যাহত রয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসখ্যান অনুযায়ী, দেশে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে প্রায় ১৩৬টি। এ ছাড়া ধর্ষণের ঘটনা ঘটেছে ৫৩৯টি, যা গত বছরের থেকে কম। ২০১ জন নারী স্বামীর হাতে খুন হয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এ বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ২৭৬ জন সাংবাদিক। এর মধ্যে ৭৪ জন আলোচিত সংবাদ প্রকাশের পর বিভিন্ন মহলের হুমকি, হামলা ও মামলার শিকার হয়েছেন।
বক্তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতা আমাদের অপরিহার্য মানবাধিকার। কিন্তু বর্তমানে প্রযুক্তির ওপর হস্তক্ষেপের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তার বলয় ভেঙে দেওয়া হচ্ছে। সমাজ থেকে আমাদের মানবাধিকার লঙ্ঘনের সূত্রপাত। মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সমাজে সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকল প্রকার অনধিকার চর্চা, অন্যায়, জুলুম, অত্যাচার দূর করে সমধিকার প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোকে একত্রে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক রমেন বিশ্বাস, কাওসার উদ্দিন, প্রিয়াংকা আচার্য, রাসেল মাহমুদ প্রমুখ।
এমজে