গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত আরএমজি ফ্যাক্টরি এসএম সোর্সিং গ্লোবাল লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি র‌্যাঙ্কিংয়ে ১১০-এর মধ্যে ১০৬ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করেছে।

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, এই অর্জন আরও বিনিয়োগ ও অংশীদারিত্ব আকর্ষণের ক্ষেত্র প্রস্তুত করেছে, যা টেকসই উৎপাদনে বাংলাদেশের অবস্থানকে মজবুত করবে।

তিনি বলেন, বাংলাদেশে এখন ২০৬টি এলইইডি গ্রিন ফ্যাক্টরি রয়েছে, যার মধ্যে ৭৬টি প্লাটিনাম রেটেড এবং ১১৬টি গোল্ড-রেটেড রয়েছে, যা পরিবেশগত স্টুয়ার্ডশিপের প্রতি তার অঙ্গীকারকে দৃঢ় করেছে।

তিনি আরও বলেন, ‘মাত্র গত ছয় মাসে ১৬টি প্লাটিনাম ও ৮টি গোল্ডসহ ২৪টি নতুন কারখানার প্রত্যয়ন প্রাপ্তির এই দ্রুত বৃদ্ধি পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে দেশকে বিশ্ব নেতৃত্বের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রধান ভূমিকা প্রদর্শন করে।’

রুবেল বলেন, বাংলাদেশে এলইইডি-প্রত্যয়িত সবুজ কারখানার দ্রুত বৃদ্ধি পরিবেশগত স্থায়িত্বের প্রতি পোশাক শিল্পের অটল প্রতিশ্রুতির একটি স্পষ্ট ও প্রত্যক্ষ ফল।

মহিউদ্দিন রুবেল আরও বলেন, ‘স্থায়িত্বের প্রতি এই নিবেদন কেবল প্রশংসার যোগ্যই নয়, আমাদের শিল্পের দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও সাফল্য নিশ্চিত করার জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এলইইডি হলো বিশ্বের সর্বাধিক ব্যবহৃত গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেম। সমস্ত ধরনের বিল্ডিংয়ের জন্য এটি ভার্চ্যুয়ালি পাওয়া যায়। এলইইডি স্বাস্থ্যকর, দক্ষ ও ব্যয়-সাশ্রয়ী সবুজ বিল্ডিংয়ের জন্য একটি কাঠামো প্রদান করে। এলইইডি সার্টিফিকেশন টেকসই অর্জন ও নেতৃত্বের একটি বিশ্বব্যাপী স্বীকৃত প্রতীক। 

সূত্র : বাসস। 

এনএফ