প্রার্থিতা ফিরে পেলেন না কাউন্সিলর মানিক, যাবেন উচ্চ আদালতে
প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান মানিকের (কাউন্সিলর মানিক) আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে শুনানি শেষে তার আপিল নামঞ্জুর করে কমিশন। ফলে তিনি তার প্রার্থিতা ফিরে পেলেন না।
বিজ্ঞাপন
আপিল শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমার নির্বাচনী এলাকার ভোটারদের স্বাক্ষর আইডিসহ আমি জমা দিয়েছিলাম নির্বাচন কমিশনে। এছাড়া ঋণখেলাপির বিষয়ে যে অভিযোগ আনা হয়েছিল, আমার দুটি ব্যাংকের, সেগুলো আমি পরিশোধ করে সেই কাগজও জমা দিয়েছিলাম। কিন্তু আপিল শুনানিতে আমার প্রার্থিতা বাতিল করে দিলো। আমার কোনো কথাই তারা শুনল না। এই রায়ের বিরুদ্ধে আমি অবশ্যই উচ্চ আদালতে যাব। আশা করছি আমি সেখানে আমার প্রার্থিতা ফিরে পাব। সে সঙ্গে আমি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করব বলে আশা করছি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হাসিবুর রহমান মানিক বলেন, আমি ঢাকা-৭ আসনের ৩ হাজার ৪০০ ভোটারের স্বাক্ষর আইডিসহ জমা দিয়েছি। সেখানে ছোটখাটো কিছু ভুল ছিল, সেগুলোও আমি সংশোধন করে পরবর্তীতে জমা দিয়েছি। আমি একজন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন কমিশন আমার কোন কথাই শুনল না। অথচ আমার আইনগত সবকিছুই ঠিক ছিল। আমি স্বতন্ত্র প্রার্থী আমার নির্বাচন করার অবশ্যই অধিকার আছে। আইন সবার জন্য সমান, তাই আমি সুষ্ঠু বিচার পেতে উচ্চ আদালতে যাব।
এএসএস/আরইচটি/জেডএস