মহান বিজয়ের ৫৩তম বর্ষে আনন্দে মেতেছেন রাজধানীর মানুষ। দল বেঁধে পরিবার-পরিজন নিয়ে বাইরে ঘুরতে বের হয়েছেন তারা। অনেকের পোশাকে লাল-সবুজের আবহ। সবমিলিয়ে শিশু, তরুণ-তরুণী, মধ্য বয়স্ক, বৃদ্ধ– সবাই আনন্দঘন পরিবেশে উদযাপন করছেন মহান বিজয় দিবস। আবার সংসদ ভবনের সামনে বাংলাদেশ আনসার-ভিডিপির বাদক দলের মনোজ্ঞ ডিসপ্লে আনন্দ বাড়িয়েছে বহুগুণ। আবালবৃদ্ধবনিতার উপস্থিতি রাজধানীজুড়ে তৈরি করেছে উৎসবের আমেজ।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরের পর থেকে বিভিন্ন বিনোদন কেন্দ্র, পার্ক এবং উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোতে বাড়তে থাকে মানুষের ভিড়। সরেজমিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়, জাতীয় সংসদ ভবন এলাকা, চন্দ্রিমা উদ্যানসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মানুষজনের ব্যাপক উপস্থিতি। তরুণ-তরুণীদের অনেকে লাল-সবুজ পাঞ্জাবি-শাড়ি পরে ঘোরাফেরা করছেন।

বিকেল নাগাদ সংসদ ভবনের সামনে ঢল নামে মানুষের। মূল ফটকের পাশে বাংলাদেশ আনসার-ভিডিপির বাদক দলের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন দর্শনার্থীরা। আবার মানুষের উপস্থিতিতে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেন হকাররা। বিভিন্ন আকৃতির পতাকা, বাচ্চাদের খেলনা, পিঠা, ফুচকা, ঝালমুড়ি, চুড়ি, পুতির তৈরি মালা, ফুলসহ বিভিন্ন সামগ্রী স্থান পেয়েছে এসব দোকানে।

রিয়াজুল আবেদিন নামের এক দর্শনার্থী বলেন, পরিবার ও বাচ্চাকে নিয়ে এখানে ঘুরতে এসেছি। আসলে ঢাকা শহরে ঘোরাফেরার তেমন কোনো জায়গা নেই। এখানে খোলা জায়গাগুলোই শিশুরা উপভোগ করে। বাচ্চা অনেক আনন্দ করছে। একটু ঘোরাফেরা করছে। দেখে খুব ভালো লাগছে। আবার আনসার বাহিনীর ডিসপ্লে দেখেছি। আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। মেলার মতো মনে হচ্ছে।

ঘুরতে আসা ইরম জাহান নামের আরেক নারী বলেন, মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। ছুটির দিন, সেজন্য সবাই আনন্দ করে বাড়ির বাইরে বের হয়েছি। ছোটরা আনন্দ করছে, সেটা দেখতেই ভালো লাগছে। তাছাড়া আজ রাস্তায় গাড়ির সংখ্যাও কম। সেজন্য কিছুটা চাপমুক্ত লাগছে।

একই অবস্থা দেখা গেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেও। ভেতরে গোল হয়ে বসে বন্ধুবান্ধব এবং ঘুরতে আসা পরিচিতজনদের সঙ্গে আড্ডা দিয়ে ছবি, সেলফি নিতে দেখা যায় অনেককে।

সেখানে সকাল থেকে ঘুরে ঘুরে বাঁশের লম্বা লাঠিতে পতাকা বিক্রি করছেন আসাদুল ইসলাম। তিনি বলেন, সকাল থেকে এখানে দর্শনার্থীর সংখ্যা অনেক। শিখা চিরন্তনসহ পুরো উদ্যানজুড়েই মানুষের ঢল। বড় পতাকা এখানে চলছে না তেমন। তবে ছোট পতাকা আর মাথায় বাঁধার ফিতা ভালো চলছে। অন্য সাধারণ দিনের তুলনায় আজ এখানে মানুষের উপস্থিতি বেশি বলেও জানান তিনি।

আরএইচটি/এসএসএইচ