মিসরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ আল-সিসির কাছে পরিচয়পত্র পেশ ক‌রে‌ছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত সামিনা নাজ।

স্থানীয় সময় রোববার (১৭ ডি‌সেম্বর) সকা‌লে কায়‌রোর প্রেসি‌ডেন্ট প্রাসা‌দে আল-সিসির কাছে প‌রিপয়পত্র পেশ ক‌রেন রাষ্ট্রদূত সামিনা। 

এ‌দিন বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত সা‌মিনা ছাড়াও মিস‌রে নিযুক্ত আর ২০ জন রাষ্ট্রদূত/হাইক‌মিশনার মিসরের প্রেসিডেন্টের কা‌ছে তা‌দের প‌রিচয়পত্র পেশ ক‌রেন।

চল‌তি বছ‌রের জুলাইয়ের শুরুর দি‌কে পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনামে রাষ্ট্রদূতের দা‌য়ি‌ত্বে থাকা সামিনা নাজকে মিস‌রের নতুন রাষ্ট্রদূ‌ত করার সিদ্ধা‌ন্তের ঘোষণা দেয়। গত ২৩ অ‌ক্টোবর কায়‌রোর বাংলা‌দেশ তথা নতুন কর্মস্থ‌লে যোগ দেন রাষ্ট্রদূত সা‌মিনা। তি‌নি সা‌বেক রাষ্ট্রদূত মনিরুল ইসলামের স্থলা‌ভি‌ষিক্ত হন।

পেশাদার কূটনী‌তিক সা‌মিনা কর্মজীব‌নে মুম্বাইতে বাংলাদেশের উপ-হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন। তিনি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন, দিল্লি ও নেদারল্যান্ডসের রাজধানী হেগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা সামিনা নাজ ১৯৯৫ সালে পেশাদার কূটনীতিক হিসেবে কাজে যোগ দেন। 

এনআই/জেডএস