ময়মনসিংহ-৯ আসন
নৌকার প্রার্থী সালামের প্রার্থিতা ফিরিয়ে দিলেন হাইকোর্ট
ময়মনসিংহ-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বাতিল করেছেন হাইকোর্ট। এর ফলে নৌকা প্রতীকে তিনি নির্বাচন করতে পারবেন।
সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আদালতে সালামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী ও অ্যাডভোকেট মতিউর রহমান ভূঁইয়া।
বিজ্ঞাপন
এর আগে গত ১৪ ডিসেম্বর ময়মনসিংহ-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।
আপিল আবেদনের শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
আব্দুস সালামের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ এনে আপিল দায়ের করেছিলেন আসনটির সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান।
এমএইচডি/জেডএস