দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৫টি সংসদীয় আসনে ১২২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হয় প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম। চলে বিকেল ৪টা পর্যন্ত। 

রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম বলেন, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঢাকা ৪-১৮ আসনের (১৫টি আসন) প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে ১২২ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা-৪ আসনে ৯ জন, ঢাকা-৫ আসনে ১২, ঢাকা-৬  আসনে ৭ জন,  ঢাকা-৭ আসনে ৬ জন, ঢাকা-৮ আসনে ১০ জন প্রার্থী রয়েছেন। এছাড়া ঢাকা ৯ আসনে ৯ জন প্রার্থী, ঢাকা- ১০ আসন থেকে ৫ জন, ঢাকা-১১ থেকে ৮ জন, ঢাকা ১২ থেকে ৬ জন, ঢাকা- ১৩ থেকে ৬ জন, ঢাকা-১৪ থেকে ১২ জন, ঢাকা-১৫ আসন থেকে ৮ জন, ঢাকা-১৬ আসনে ৫ জন, ঢাকা ১৭ থেকে ৭ জন এবং ঢাকা-১৮ আসন থেকে ১০ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।

তিনি আরও বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করতে পারবেন। সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা করতে হবে। এছাড়া আগামী ২১ ডিসেম্বর আগারগাঁও  নির্বাচন ভবন অডিটোরিয়ামে ঢাকা ১ থেকে ২০ আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এমএসি/এসকেডি