সহকারী রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারদের যেসব নির্দেশনা দিতে হবে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের জন্য জেলা রিটার্নিং অফিসারকে বেশ কয়েকটি নির্দেশনা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে এ সংক্রান্ত নির্দেশনা পাঠান নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান।
বিজ্ঞাপন
ওই নির্দেশনায় বলা হয়, যদি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা নির্বাচনী এজেন্ট কিংবা পোলিং এজেন্ট ভোটগণনার সময় উপস্থিত না থাকেন অথবা কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোন ভোটকেন্দ্রে নির্বাচনী এজেন্ট অথবা পোলিং এজেন্ট নিয়োজিত না করেন তবে সেই অনুপস্থিতির কথা লিখিতভাবে রেকর্ড করতে হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৩৬ এর দফা (১৩) এর বিধান মতে নির্বাচনী এজেন্ট অথবা পোলিং এজেন্ট যদি ভোটগণনার সময় উপস্থিত থাকেন, তবে প্রিজাইডিং অফিসার প্রতিটি বিবরণী ও প্যাকেটের ওপর তাদের স্বাক্ষর নেবেন এবং নির্বাচনী/পোলিং এজেন্টদের স্বাক্ষর দিতে অস্বীকার করলে প্রিজাইডিং অফিসার বিষয়টি লিপিবদ্ধ করে রাখবেন।
বিজ্ঞাপন
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৩৬ এর দফা (১১) এর বিধান মতে যদি কোন নির্বাচনী এজেন্ট অথবা পোলিং এজেন্ট ভোট গণনার বিবরণী ও ব্যালট পেপারের হিসাবের সত্যায়িত অনুলিপির জন্য আবেদন করেন তবে প্রিজাইডিং অফিসার নির্বাচনী/পোলিং এজেন্টকে সত্যায়িত অনুলিপি প্রদান করবেন এবং এই অনুলিপি প্রাপ্তি স্বীকার গ্রহণ করবেন। যদি নির্বাচনী/পোলিং এজেন্ট প্রাপ্তি স্বীকার করতে অস্বীকার করেন, তবে তা লিপিবদ্ধ করে রাখতে হবে।
নির্বাচন পরিচালনা বিধিমালা, ১৯৭২ অনুসারে নির্ভুলভাবে ভোটগণনার বিবরণী প্রস্তুত করার লক্ষ্যে নির্ধারিত ফরম-১৬-তে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুকূলে প্রদত্ত মোট ভোটার সংখ্যা আলাদাভাবে অঙ্ক ও কথায় লিপিবদ্ধ করতে হবে।
প্রিজাইডিং অফিসার ভোটগণনার বিবরণী নির্ধারিত ফরমে মূল প্রস্থসহ দুই প্রস্থ সহকারী রিটার্নিং অফিসারের নিকট প্রেরণ করবেন। ভোটগণনার বিবরণী ডাকযোগে নির্বাচন কমিশনের নিকটও সঙ্গে সঙ্গে প্রেরণ করতে হবে। তাছাড়া তার একটি অনুলিপি কেন্দ্রের বাইরে কোন দর্শনীয় স্থানে টাংগিয়ে/ঝুলিয়ে দিতে হবে।
প্রিজাইডিং অফিসারের নিকট হতে ভোটগণনার বিবরণী প্রাপ্তির পর সহকারী রিটার্নিং অফিসার উপস্থিত প্রার্থী অথবা প্রার্থীর প্রতিনিধির সম্মুখে সেই কেন্দ্রের ফলাফল পড়ে শুনাবেন এবং এক প্রস্থ (মাস্টার কপি ছাড়া) ভোটগণনার বিবরণী তার কার্যালয়ে প্রদর্শনী বোর্ডে অথবা দেয়ালে টানিয়ে দেবেন। সহকারী রিটার্নিং অফিসার ভোটগণনা বিবরণীর মাস্টার কপি রিটার্নিং অফিসারের নিকট প্রেরণ নিশ্চিত করবেন।
/এমএইচএন/এমএ