সরকারের পদত্যাগ, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ একদফা দাবিতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ছাত্রদলের সহ-সভাপতি আক্তারউজ্জামান আক্তার ও নাছির উদ্দীন নাছির এর নেতৃত্বে ধানমন্ডি ২৭ নাম্বার রোডে মিছিল থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম রিয়াদ ও মহানগর উত্তর ছাত্রদলের নেত্রী উর্মি আক্তার ভূঁইয়া। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব ঢাকা পোস্টকে তাদের আটকের তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ছাত্রদলের মিছিল চলাকালে প্রতিদিনই আমাদের ওপর হামলা করা হয়। আমরা একটা দিনও মিছিল সম্পূর্ণ করতে পারি না। আন্দোলন ঠেকাতে আমাদের নেতাকর্মীদের আটক করে কারাগারে পাঠানো হয়। কিন্তু যতই আমাদের নেতাদেরকে আটক করা হোক না কেন তারা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। 

তিনি আরও বলেন, দেশে সহাবস্থানের রাজনীতির পরিবেশ নেই। দেশে গণতন্ত্রের নামে একতরফা রাজনীতি চলছে। আমরা এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ হওয়া না পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখব এবং দেশে জনগণের শাসন গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। 

কেএইচ/জেডএস