তথ্যপ্রযুক্তি শিল্পের প্রধান বাণিজ্য সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৪-২৬ মেয়াদকালের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ কম্পিউটার সমিতি নির্বাচন বোর্ড তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ৯ মার্চ (শনিবার) বিসিএস ২৪-২৬ মেয়াদকালের কার্যকরী এবং শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির জনসংযোগ ব্যবস্থাপক আলাউদ্দিন আল আজাদ আলিফ।

তিনি জানান, খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, যশোর, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, টাঙ্গাইল, রংপুর এবং কুষ্টিয়াতে বিসিএসের মোট ১১টি শাখা রয়েছে। ২০২৪-২৬ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ওরা-টেক কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ।

তিন সদস্যের নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে আছেন সাইবার কমিউনিকেশনের প্রধান কার্যনির্বাহী মো. নাজমুল আলম ভুঁইয়া (জুয়েল) এবং কম্পিউটার আর্কাইভসের স্বত্বাধিকারী মো. আমির হোসেন।

বিসিএস এর সাবেক সভাপতি এস.এম. ইকবালের নেতৃত্বে নির্বাচন আপিল বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যনির্বাহী ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক সৈয়দ আলমাস কবির ও এডভান্সড কম্পিউটার টেকনোলজির(এসিটি) স্বত্বাধিকারী প্রকৌশলী চৌধুরী মো. আসলাম।

প্রসঙ্গত, আগামী বছরের ৩০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। একইদিনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র আহ্বান করা হবে। ১৮ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এএসএস/পিএইচ