বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা
ফাইল ছবি
মৃদু শৈত্যপ্রবাহের কারণে দেশের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে নেমেছিল। তবে বুধবার (২০ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী পাঁচদিনে উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
বিজ্ঞাপন
তাপমাত্রা ৮-১০ ডিগ্রির ঘরে নামলে বলা হয় মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রির ঘরে নামলে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ, ৪-৬ ডিগ্রির ঘরে নামলে বলা হয় তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রির নিচে নামলে বলা হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রাও বাড়ছে। বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও গত ১৪ ডিসেম্বর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের তুলনায় ২.৩ ডিগ্রি সেলসিয়াস কমে ১৪.২ ডিগ্রিতে নেমেছিল।
অন্যদিকে চলতি পৌষ মাসের প্রথম দিন গত ১৬ ডিসেম্বর দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে সর্বনিম্ন।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জেডএস