রাজনৈতিক কর্মসূচির নামে নারী-শিশু হত্যাকারীদের শাস্তি দাবি
রাজনৈতিক কর্মসূচির নামে ট্রেনে-বাসে আগুন দেওয়ার মাধ্যমে নারী-শিশুসহ সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বুধবার মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে ঘটনার বিষয়ে নিন্দাও জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়েছে— আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের নামে ট্রেনে-বাসে আগুন দিয়ে নারী শিশুসহ সাধারণ মানুষকে নিষ্ঠুরভাবে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির ঘটনা ঘটছে। বাংলাদেশ মহিলা পরিষদ এই ধরনের নিষ্ঠুরতাসহ যে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
সহিংসতা ও সন্ত্রাস গণতন্ত্রকে কোনোমতেই শক্তিশালী করে না। দলীয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য সহিংস, সন্ত্রাসী তৎপরতা বাংলাদেশের নারী সমাজ কোনোভাবেই সমর্থন করে না। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সকল রাজনৈতিক দলেরই মত প্রকাশের, আন্দোলনের অধিকার থাকবে এটাই প্রত্যাশিত। কিন্তু মানুষের গণতান্ত্রিক দাবি আদায়ের কোনো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও প্রতিহত করার নামে জনজীবনে শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও জনস্বার্থ বিঘ্নিত করা, দেশের সম্পদ বিনষ্ট করা কোনোমতেই কাম্য নয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ মহিলা পরিষদ রাজনৈতিক দলগুলোকে এ ধরনের ঘৃণ্য সন্ত্রাসী অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। মহিলা পরিষদ অবিলম্বে নিরপেক্ষভাবে এইসব ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এবং এই সকল অপতৎপরতা রোধে সকল রাজনৈতিক দলকে জবাবদিহিতার আওতায় এনে রাজনৈতিক সহিংসতা বন্ধ করার দাবি জানাচ্ছে।
জেইউ/এনএফ