প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার বিদায়ী হাইকমিশনার জেরেমি ব্রুর। 

রোববার (২৪ ডিসেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার।

ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, ২০২০ সালের জানুয়ারি থেকে বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন জেরেমি। তিনি সাবেক হাইকমিশনার জুলিয়া নিবলেটের স্থলাভিষিক্ত হয়েছিলেন। জেরেমি খুব শিগগিরই ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

এনআই/এমএ