ডিএনসিসির নিয়ন্ত্রণ কক্ষ ও হটলাইন পরিচালনায় কমিটি
করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় নেওয়া সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ ও দুটি হটলাইন পরিচালনা করার জন্য কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়ার সই করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়েছে। যে দুটি হটলাইন নম্বর চালু আছে। নম্বর দুটি হলো- ০৯৬০-২২২২৩৩৩ ০৯৬০-২২২২৩৩৪।
বিজ্ঞাপন
ডিএনসিসি সূত্র জানিয়েছে, কমিটির সদস্য করা হয়েছে ডিএনসিসির নগর পরিকল্পনাবিদ ও গবেষণা কর্মকর্তা দিলবার আহমেদ, সম্পত্তি বিভাগের সার্ভেয়ার রবিউল ইসলাম, সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগের আব্দুল হাই আল হাদি, যান্ত্রিক সার্কেলের উপ সহকারী প্রকৌশলী নাজমূল হুদা, অফিস সহকারী আবু সাঈদ মজুমদার এবং আইন বিভাগের কর্মকর্তা দুলাল চন্দ্র রায়কে।
এই কমিটি সচেতনতামূলক তথ্য, সরকারি নির্দেশনা, সকল সেবার বিষয়ে টেলিফোন করা ব্যক্তিকে অবহিত করবে। এছাড়া ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ কর্তৃক স্থাপিত টেলিমেডিসিনের সার্বিক বিষয়ের সাথে সার্বক্ষণিক সমন্বয় সাধন করবে।
বিজ্ঞাপন
এএসএস/আরএইচ