চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মো. শাহনেওয়াজ বাবলু (৩৫) নামে একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তার কাছ থেকে দুটি বন্য হাতির দাঁত উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) থানার ফিরিঙ্গিবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। 

শাহনেওয়াজ বাবলু কক্সবাজারের রামু থানার মেরংলোয়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।

র‍্যাব জানায়, আটক বাবলু দীর্ঘদিন ধরে কক্সবাজারের পাহাড়ি এলাকা থেকে বিভিন্ন বন্য প্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় উচ্চমূল্যে বিক্রয় করে আসছে। রোববার বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। 

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, জব্দ করা দাঁত দুটির আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআর/এমএ