চট্টগ্রামের হাটহাজারীতে পিকআপের ধাক্কায় মাসুদ আলম (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার মুন্সির মসজিদের পাশে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাসুদ হাটহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুন্সির পুরান বাড়ির আবুল কালাম সওদাগরের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাটহাজারী উপজেলা থেকে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমআর/এমএ