টি-টোয়েন্টি জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
নিউজিল্যান্ডের নেপিয়ারে কিউইদের বিপক্ষে ৫ উকেটের সহজ জয় পায় টাইগাররা। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে মেহেদী-লিটন। শেষ দিকে ১৪ বলে ১৯ রানের লক্ষ্য তাড়া করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেহেদী। লিটন দাশ ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান এসেছে জিমি নিশামের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এমএসআই/এসএম