অতিরিক্ত পররাষ্ট্রসচিবের সঙ্গে নেপাল রাষ্ট্রদূতের বৈঠক
অতিরিক্ত পররাষ্ট্রসচিব ড. মো. নজরুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
বুধবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকার নেপাল দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
দূতাবাস জানায়, বুধবার রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী অতিরিক্ত পররাষ্ট্রসচিব নজরুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। তারা দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন।
রাষ্ট্রদূত এবং অতিরিক্ত পররাষ্ট্রসচিব নেপাল ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন।
বিজ্ঞাপন
এনআই/পিএইচ