রাজধানীর গুলশানের ভাসাবি ফ্যাশনসের মালিক কামাল জামান মোল্লাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। একই সঙ্গে ২৮ অক্টোবরের নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগের মামলার আসামি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির দায়িত্বশীল সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি জানায়, বিএনপির কেন্দ্রীয় নেতা ভাসাবি ফ্যাশনসের মালিক জামানের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের ওপর হামলার মামলা রয়েছে। মামলার পরে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এআর/এমজে