বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি/ ফাইল ছবি

প্রবাসীদের নিয়ে সৌদি আরবের রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শনিবার (১৭ এপ্রিল) সকালের বিশেষ ফ্লাইট বাতিল করা হয়েছে। কারণ হিসেবে বিমান জানিয়েছিল দেশটিতে ল্যান্ডিং পারমিশন (অবতরণের অনুমতি) না পাওয়া।

এরপর বিমান জানালো তাদের আরও ৩টি ফ্লাইট বাতিল হয়েছে। যাত্রী সংকটকে কারণ দেখিয়ে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় পতাকাবাহী এয়ারলাইনসটির কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার ঢাকা পোস্টকে বলেন, বিমানের একটি ফ্লাইট সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন না পাওয়ায় বাতিল করা হয়েছে। এছাড়াও যাত্রী সংকটের কারণে দুবাইয়ের দুটি এবং সৌদির দাম্মামের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তিনি বলেন, এসব ফ্লাইটে যাত্রী সংখ্যা মাত্র ২০-২২ জন। আমরা বলেছিলাম ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশনার কারণে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা টিকিট পরিবর্তন করে এসব ফ্লাইটে যেতে পারবেন। তবে আমরা যাত্রী পাইনি।

এদিকে টিকিটের জন্য শনিবার সকাল থেকেই কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইনসের কার্যালয় ও বিমানের মতিঝিল কার্যালয়ে ভিড় করছেন প্রবাসীরা। মতিঝিলে প্রবাসীদের চাপের কারণে একপর্যায়ে টিকিট বিক্রি সাময়িক স্থগিত রাখে বিমান।

মতিঝিলে টিকিট নিতে যাত্রীদের অপেক্ষা

মতিঝিলে অপেক্ষায় থাকা শরীয়তপুরের নাজির মোহাম্মদ নামে এক যাত্রী জানান, বিমানের ১৫ এপ্রিলের ফ্লাইট ছিল আমার। তবে ফ্লাইট বন্ধের কারণে যেতে পারিনি। আজ ফ্লাইট চলাচল শুরুর সংবাদ শুনে মতিঝিলে এলাম। এখানেও হঠাৎ টিকিট বিক্রি বন্ধ করে দিল।

এর আগে চলমান সর্বাত্মক লকডাউনে বাংলাদেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের পাঠানোর ব্যবস্থা ও বাংলাদেশে আসতে আগ্রহীদের আনতে শনিবার থেকে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত জানায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সপ্তাহে প্রায় ১০০ বিশেষ ফ্লাইটের অনুমোদন দেয় তারা।

এরইমধ্যে বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলা এয়ারলাইনস মধ্যপ্রাচ্যসহ পাঁচ দেশে ফ্লাইট চলাচলের ঘোষণা দিয়েছে।

এআর/জেডএস