হাইকোর্টের মাজারগেট থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ থানার হাইকোর্ট মাজার গেটের সামনের রাস্তা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রাশেদুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তির অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারেনি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
এসএএ/এমএসএ