বিধিনিষেধের চতুর্থ দিনে রাজধানীর মোহাম্মদপুরের চিত্র/ ঢাকা পোস্ট

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের চতুর্থ দিনে রাজধানীর মোহাম্মদপুরে মূল সড়কগুলোতে মানুষের উপস্থিতি তেমন নেই। তবে অলিগলিতে দেখা গেছে অবাধ চলাচল। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে সরেজমিনে এ চিত্র দেখা গেছে। 

সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের একটি নির্দেশনায় বলা হয়, অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।

বিধিনিষেধের চতুর্থ দিনে রাজধানীর মোহাম্মদপুরে খোলা দেখা গেছে কিছু দোকান/ ঢাকা পোস্ট

এ নির্দেশনা পালনে অনেকেরই দেখা গেছে অনীহা। আজ (শনিবার) দুপুরে কয়েকটি মূল সড়ক ঘুরে দেখা যায়, মানুষের সংখ্যা খুবই কম। রাস্তায় যানবাহনের সংখ্যাও অনেক কম দেখা গেছে। তবে অলিগলিতে গিয়ে দেখা যায়, মূল সড়কের চেয়ে মানুষের সংখ্যা তুলনামূলক বেশি। 

ঢাকা উদ্যানে কথা হয় জাহিদ নামের একজন পথচারীর সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, বাজার করতে বের হয়েছি। বাজার করেই আবার চলে যাব।

বিধিনিষেধের চতুর্থ দিনে রাজধানীর মোহাম্মদপুরে চিত্র/ ঢাকা পোস্ট

রনি নামের আরেক পথচারী বলেন, সবসময় বাসায় থাকতে ভালোলাগে না। তাই একটু হাঁটতে বের হয়েছি। একটু পর চলে যাব।

সরকারের আরেকটি নির্দেশনায় বলা হয়, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ করা যাবে। শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে।

খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ ছাড়াও মোহাম্মদপুরের অলিগলিতে অন্যান্য অনেক দোকান খোলা রাখতে দেখা গেছে। তবে পুলিশ এলে তড়িঘড়ি করে সেসব দোকান বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।  

এসএইচআর/এইচকে