৮৮৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব/ ছবি- ঢাকা পোস্ট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে ৮৮৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতাররা হলেন- রোকনুজ্জামান ওরফে রাতুল (৩৪), মো. রাসেল মাদবর (৩০) ও মো. বাবুল (২৭)।
র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাস জানান, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী পিকআপে করে অবৈধ ফেনসিডিলের চালান নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে আসছে।
বিজ্ঞাপন
ওই তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
বিজ্ঞাপন
জেইউ/এইচকে