রাজধানীর যাত্রাবাড়ীর কোনাবাড়ীতে একটি নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে লিফটের ফাঁক দিয়ে পড়ে মো. রাজীব (২৫) নামে এক রডমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ এপ্রিল) দুপুর একটায় যাত্রাবাড়ীর কোনাপাড়া দরবার শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতের সহকর্মী হাকিম ঢাকা পোস্টকে বলেন, রাজীব একজন রডমিস্ত্রি ছিলেন। কাজ করার সময় পা পিছলে লিফটের ফাঁক দিয়ে তিনি পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এখন তার চিকিৎসা চলছে।

আহত রাজীব পটুয়াখালী জেলার দশমিনা থানার উত্তর আদমপুরী গ্রামের সোহরাব হোসেনের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকার দরবার শরীফের পাশে ভাড়া বাসায় থাকেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ছয়তলায় কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে যান তিনি। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

এসএএ/আরএইচ