নতুন বছরে ঢামেক পরিচালকদের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়
নতুন বছরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালকদের সঙ্গে এ হাসপাতালে কর্মরত সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে এই শুভেচ্ছা বিনিময় হয়।
বিজ্ঞাপন
এ সময় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ও ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানকে সাংবাদিকদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে দুই পরিচালক সাংবাদিকদেরও নতুন বছরের শুভেচ্ছা জানান। এরপর সাংবাদিকদের সঙ্গে পরিচালকদ্বয় ফটোসেশনে অংশগ্রহণ করেন।
সাংবাদিকদের মধ্যে ঢাকা পোস্টের সৈয়দ আমানত আলী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মাসুদ রানা, এনটিভির কাজী শফিউল ইসলাম (আল আমিন), এশিয়ান টেলিভিশনের মো. মহিউদ্দিন, নয়া দিগন্তের শামীম হাওলাদার, যুগান্তরের কাউসার মাহমুদ, ঢাকা টাইমসের আহমেদ মুন্নি, আমার বার্তার জাহাঙ্গীর আলম, একুশে টিভির (সাবেক) মো. এনামুল, নিউজ বাংলা নিউজের আতিকুল ইসলাম, কালের নিউজ টোয়েন্টিফোরের মো. জীবন মিয়া ও অগ্রযাত্রা নিউজ টোয়েন্টিফোরের ওমর ফারুক উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এসএএ/কেএ