গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নব‌নিযুক্ত সচিব মো. রুহুল আমিন।

আজ (মঙ্গলবার) সকা‌লে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ ক‌রেন প্রবাসী কল‌্যাণস‌চিব।

প্রবাসী কল‌্যাণ মন্ত্রণালয় জানায়, প্রবাসী কল‌্যাণস‌চিব বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের পর তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় স‌চি‌বের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

এর আগে, গত ৩১ ডি‌সেম্বর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নব‌নিযুক্ত প্রবাসী কল‌্যাণস‌চিব।

এনআই/এনএফ