মুন্সীগঞ্জ জেলা সদরের মুন্সীকান্দি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ডালিম সরদার (৩০) নামে একজন নিহত হয়েছেন। তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন।

আজ (বৃহস্পতিবার) ভোরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ডালিমকে হাসপাতালে নিয়ে আসা তার মামা শ্বশুর শাহিন মিয়া জানান, মধ্যরাতে মুন্সীগঞ্জ সদরের নৌকার প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নির্বাচনী প্রচারণার মিছিল শেষে বাসায় ফিরছিল ডালিম। এমন সময় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। বুকের বাম পাশে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে মুন্সিগঞ্জের সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

শাহিন মিয়া আরও জানান, ডালিম সরকার মুন্সীগঞ্জ সদরের মুন্সীকান্দি গ্রামের নূর হোসেন সরকারের ছেলে। ডালিমের তিন বছরের একটি মেয়ে ও দুই মাসের এক ছেলে রয়েছে। তিনি কৃষিকাজ করতেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। 

এসএএ/এনএফ