বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার বিজিবি সদর সপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে।

জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বাচনকালীন যেকোনো সহিংসতা ও নাশকতা ঠেকাতে বিজিবি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।

জেইউ/এমজে