বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিক্যাবের শ্রদ্ধা
ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।
ডিক্যাব সভাপতি নূরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপুর নেতৃত্বে শুক্রবার (৫ জানুয়ারি) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রবিউল হক, যুগ্ম সম্পাদক মো. আরিফুজ্জামান, কোষাধ্যক্ষ আতিকুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য ইশরাত জাহান, মীর মোস্তাফিজুর রহমান, পান্থ রহমান, পরিমল পালমা ও মাসুম বিল্লাহ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি (নির্বাচিত) তানজিম আনোয়ার, সাবেক সভাপতি আঙ্গুর নাহার মন্টি, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন এবং ডিক্যাব সদস্য শেখ শাহরিয়ার জামান, রুবায়েত হাসান এবং নজরুল ইসলাম।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ডিক্যাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। গতকাল বৃহস্পতিবার ২০২৪ সালের জন্য এই কমিটি দায়িত্ব গ্রহণ করেন।
এনআই/এমএসএ