রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে ভয়াবহ আগুনের ঘটনায় ডা. কৌশিক বিশ্বাস (৩২) নামে এক চিকিৎসক ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাকে অসুস্থ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

ডা. কৌশিক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, গোপীবাগে ট্রেনে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত জরুরি বিভাগে দুইজন এসেছে। বিএসএমএমইউ’র চিকিৎসক কৌশিক বিশ্বাস ধোঁয়ায় অসুস্থ হয়ে জরুরি বিভাগের চিকিৎসাধীন আছেন।

এদিকে আগুনের ঘটনায় অমিত দেবনাথ (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

এসএএ/এমএ