ফাইল ছবি

রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে আগুনের ঘটনায় ঢাকা-মাওয়া রেলপথে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। অবশেষে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ কম্পিউটার ট্রেন ১০ নম্বর প্লাটফর্মে একটু আগেই ঢুকলো। এখন ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বাকি ট্রেনগুলো শিডিউল অনুযায়ী চলাচল করবে।

ঘটনাস্থল থেকে দেখা যায়, নারায়ণগঞ্জের দিক থেকে রাত ১২টা ৪০ মিনিটে একটি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ঢোকে।

/এমএইচএন/এমএ