ট্রেনে আগুন : ধোঁয়ায় অসুস্থ হওয়া আরো ২ জন শেখ হাসিনা বার্নে
রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া আরো দুইজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। মুগদা হাসপাতাল থেকে স্বজনরা তাদের এ হাসপাতালে নিয়ে আসেন।
তারা হলেন- ওয়াহিদা আক্তার (২৬) ও হালিমা বেগম (৫০)। শনিবার (৬ জানুয়ারি) বিকেলে তাদের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, ট্রেনে আগুনের ঘটনায় অসুস্থ আরো দুইজনকে আজ বিকেলে মুগদা হাসপাতাল থেকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে হালিমাকে আইসিইউতে পাঠানো হয়েছে এবং ওয়াহিদাকে পোস্ট অপারেটিভে স্থানান্তর করা হয়েছে। তাদের দুজনেরই ইনহ্যালেশন ইনজুরি রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ নিয়ে ট্রেনে আগুনের ঘটনায় মোট ১০ জন বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন।
অন্যরা হলেন- আসিফ মো. খান (৩০), ডা. কৌশিক বিশ্বাস (৩২), নাফিস আলম (২২), মাসুদ রানা (৩১), ডেইজি আক্তার রত্না (৪০), রিহান (৬), মো. ইকবাল (৪৮) ও দিহান (১১)।
এদিকে শনিবার সকালে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল জানান, আমাদের এখানে ভর্তি আছে আটজন। তাদের বার্নের পার্সেন্টেজ বেশি নয়, কারও ৯ পার্সেন্ট কারও ৮ পার্সেন্ট। অনেকের বাইরে কোনো বার্নই হয়নি। কিন্তু বিপজ্জনক হলো, তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। আমরা দেখতে পেলাম, তাদের অনেকের ভেতরে অসুবিধা আছে, ম্যানেজ করতে সময় লাগবে।
এসএএ/জেডএস