সায়দাবাদে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসার সদস্য আহত
রাজধানীর সায়দাবাদ রেলগেটের করাতিটোলার শের-এ-বাংলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে অন্তর (২২) নামে এক আনসার সদস্য আহত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ীর সায়দাবাদ শের এ বাংলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী ডিউটি করছিলেন। এ সময় স্কুলটির সামনে ককটেল বিস্ফোরণ হয়। এতে ডান পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয় আনসার-ভিডিপির সদস্য অন্তরের। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি চলে গেছেন বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, রোববার সকাল ৮টায় দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরুর মধ্যদিয়ে শুরু হয়েছে বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
এনআর/এমএসএ