ঢাকা -১৩ আসন
লোটাস ন্যাশনাল স্কুল কেন্দ্রে ১ ঘণ্টায় পড়েছে ২৫ ভোট
ঢাকা-১৩ আসনের মধ্যে লোটাস ন্যাশনাল স্কুল কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় ২৫টি ভোট পড়েছে। তার মধ্যে নারী ভোটার সংখ্যায় বেশি বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-১৩ আসনের রায়ের বাজার এলাকার লোটাস ন্যাশনাল স্কুলের ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে একজন একজন ভোটার আসতে দেখা যায়। ভোটারদের উপস্থিতি কম হওয়ায় সহজে এবং সুষ্ঠুভাবেই ভোট দিতে পারছেন। সকাল ৯টা পর্যন্ত মাত্র এ কেন্দ্রে ১ ঘণ্টায় ২৫ ভোটার তাদের ভোট দিয়েছেন। এই কেন্দ্রে ২ হাজার ২৭৯টি ভোট রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
জানতে চাইলে প্রিজাইডিং অফিসার অসীম কুমার ঢাকা পোস্টকে বলেন, আমাদের কেন্দ্রে ২ হাজার ২৭৯ জন ভোটার রয়েছেন। এখন পর্যন্ত ২৫টি ভোট পড়েছে। ভোট শুরু হওয়ার পর থেকেই ভোটাররা আসছেন এবং সুন্দরভাবে ভোট দিচ্ছেন।
বিজ্ঞাপন
এমএসআই/এমএ