ঢাকা-৫
জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী নৌকার প্রার্থী মুন্না
ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী হারুনর রশিদ মুন্না বলেছেন, আমি জননেত্রী শেখ হাসিনার প্রার্থী, নৌকার প্রার্থী। এই আসন থেকে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
রোববার (৭ জানুয়ারি) সকালে যাত্রাবাড়ী মাদ্রাসায়ে আবারিয়া কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিজ্ঞাপন
হারুনর রশিদ মুন্না বলেন, কেন্দ্রগুলোতে ঘুরে দেখলাম, পরিবেশ ভালো। বেলা বাড়লে কেন্দ্রগুলোতে ভোটার বাড়বে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী মোল্লা সজলকে জনগণ যদি ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে মেনে নেব। কিন্তু আওয়ামী লীগের লোকজন তাকে ভোট দেবে না। তিনি বিএনপির ভোটের আশায় ছিলেন। বিএনপি তো ভোট বর্জন করেছে। তারা তো ভোট দিতে আসবে না। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
বিজ্ঞাপন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ী-ডেমরা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৫ আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে মনে করছেন ভোটাররা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্র ১৮৭টি। রয়েছে এক হাজার ৮৯টি ভোট কক্ষ।
এই আসনে পুরুষ ভোটার দুই লাখ ৫১ হাজার ৫১৭ জন। আর নারী ভোটার দুই লাখ ৩৯ হাজার ২৪৪ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন তিন জন। সব মিলিয়ে ভোটার সংখ্যা মোট চার লাখ ৯০ হাজার ৭৬৪ জন।
এমএইচডি/জেডএস