‘বঙ্গবন্ধুর আমল থেকে নৌকায় ভোট দেই’
বঙ্গবন্ধুর আমল থেকে নৌকায় ভোট দেন দাবি করেছেন আব্দুল মোমেন নামের এক ভোটার। তার নিজের বয়স ১০৪ বছর বলে দাবি করেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টায় মোহাম্মদপুরের বাদশা ফয়সল ইনস্টিটিউটে (স্কুল অ্যান্ড কলেজ) আদাবর থেকে ভোট দিতে এসে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
আব্দুল মোমেন বলেন, আমার জন্মলগ্ন থেকে আমি আওয়ামী লীগ করি। আমি প্রতিজ্ঞা করেছি আওয়ামী লীগ ছাড়া আমি কোথাও যাব না। বঙ্গবন্ধুর আমল থেকে আমি নৌকায় ভোট দেই।
ভোট কেন্দ্রে আসতে বা ভোট দিতে কোনো সমস্যা হয়েছে কি না— এ বিষয়ে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ভোট দিতে বা আসতে কোনো সমস্যা হয়নি। তবে আমি যে কেন্দ্রে ভোট দিলাম সেখানে ভোটার উপস্থিতি অনেক কম। আমি সকাল ৭টায় ভোট কেন্দ্রে আসতে চেয়েছিলাম কিন্তু আসতে আসতে দেরি হয়ে গেল।
ভোট সুষ্ঠু হচ্ছে কি না ? প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটকেন্দ্রে লোকই তো নেই, লাইনও দেখছি না।
এসএএ/এমএ