জাতীয় সংসদ নির্বাচন চলছে। এবার ভোটের দিনে গণপরিবহন চলাচলের ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকলেও সকাল থেকেই ফাঁকা ঢাকার সড়ক। হঠাৎ হঠাৎ দেখা মিলছে দুএকটি গণপরিবহনের। এছাড়া ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, প্রশাসন, সাংবাদিক পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়ি ছাড়া সড়কের নেই তেমন কোনো যানবাহন। 

এমন অবস্থায় ফাঁকা সড়কে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন ঢাকার বিভিন্ন এলাকার শিশু কিশোররা। কেউ খেলছেন ক্রিকেট আবার কেউ খেলছেন ফুটবল। রাজধানীর বিজয় সরণি, তেজকুনি পাড়া ও তেজগাঁওয়ের বিভিন্ন সড়কে এমন চিত্রই চোখে পড়ে।

সরেজমিনে দেখা যায় তেজগাঁও থেকে বিজয় সরণি সিগন্যালে নামতে ফ্লাইওভারের সম্মুখেই বেশ কয়েকটি জায়গায় শিশু কিশোররা সড়কের একপাশে প্লাস্টিকের স্ট্যাম্প বসিয়ে ক্রিকেট খেলছে। আরেক পাশের সড়কে ফুটবল নিয়ে মেতেছেন ছোট শিশুরা। যখন গাড়ি আসছে তখন প্রয়োজন হলে সেগুলোকে সাইডও দিচ্ছেন তারা। পাশেই দাঁড়িয়ে এমন দৃশ্য উপভোগ করতে দেখা যায় অভিভাবকসহ অন্যান্যদের।

গভর্নমেন্ট সাইন্স হাই স্কুলের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, রাস্তায় গাড়ি নেই তাই এখানে ক্রিকেট খেলছি। বাড়িতে বসে থাকতে বিরক্ত লাগে। সকালে ভেবেছিলাম সমস্যা হবে। পরে দেখি সবকিছু ঠিক আছে। সেজন্য বন্ধুরা সবাই মিলে এখানে ক্রিকেট খেলছি।

আরাফাত হাসান নামের আরেক কিশোর বলে, সব সময় যদি এখন ফাঁকা রাস্তা থাকে তাহলে আমাদের জন্য ভালো হতো। খেলাধুলা করতে পারতাম। আসলে স্কুলের মাঠ ছাড়া অন্য কোথাও খেলার জায়গা নেই। তাছাড়া গলির ভেতরে ক্রিকেট খেলার জায়গাও নেই।

শিশু কিশোরদের এমন উচ্ছ্বাসে খুশি অভিভাবকরাও। সড়ক বিভাজনের মাঝখানে দাঁড়িয়ে শিশু-কিশোরদের খেলা দেখছিলেন রবিউল হুসাইন। তিনি বলেন, আমার বাড়ি গাইবান্ধায়। ছুটি না পাওয়ার কারণে অতদূরে ভোট দিতে যেতে পারিনি।  যেহেতু অফিসও বন্ধ তাই বাচ্চারা এখানে খেলাধুলা করছে সেটাই দেখছি। তবে সকাল থেকেই বাড়ির আশেপাশে ঘুরে দেখেছি। কোথাও কোনো সমস্যা চোখে পড়েনি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৭২ ঘণ্টা মোটরসাইকেল ও ২৪ ঘণ্টা সর্বসাধারণের যান চলাচলের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় কেবল আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের সদস্য ও অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি সেবার যানবাহন, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও অভিন্ন কাজে ব্যবহৃত জিনিসপত্র এবং সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন, দূরপাল্লার যানবাহন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্টদের ক্ষেত্রে এই বিধিনিষেধ শিথিল করা হয়েছে। সাংবাদিক, পর্যবেক্ষক, নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জাতীয় মহাসড়ক, প্রধান আন্তঃজেলা রুট, মহাসড়ক এবং প্রধান মহাসড়কের সংযোগ সড়কের ক্ষেত্রেও বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

আরএইচটি/এমএসএ