চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টি (জাপা) থেকে লাঙ্গল প্রতীক নিয়ে ৪৩ হাজার ৫৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী (স্বতন্ত্র) কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৪টি ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে আসনটির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. বি. এম মশিউজ্জামান এ ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আবু মোহাম্মদ শামসুদ্দীন (টেলিভিশন) পেয়েছেন ৫১টি ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির কাজী মহসীন চৌধুরী (একতারা) পেয়েছেন ৭৭১টি ভোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ হাফেজ আহমেদ (চেয়ার) পেয়েছেন ৬১৮টি ভোট, স্বতন্ত্রের মোহাম্মদ নাছির হায়দার করিম (ঈগল) পেয়েছেন ৩৭৬টি ভোট, তৃণমূল বিএনপির মো. নাজিম উদ্দীন (সোনালী আঁশ) পেয়েছেন এক হাজার ৬৩টি ভোট এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মোখতার আহমেদ (মোমবাতি) পেয়েছেন ছয় হাজার ১৭৬টি ভোট।

চট্টগ্রাম-৫ আসনে মোট ভোটার রয়েছেন চার লাখ ৭৫ হাজার ৭১৩ জন। এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ৮৩ হাজার ৬৩৬টি।

এমআর/কেএ