মুন্সিগঞ্জের সিরাজদিখান নগর বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী নয়নের (২৩) কব্জি কেটে নিয়েছে নৌকার কর্মীরা।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুরুতর আহত নয়ন বলেন, নির্বাচনের ফল ঘোষণার পর আমি নগর বাজার এলাকায় দাঁড়িয়েছিলাম। আমি স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার গোলাম সরোয়ার কবিরের কর্মী। পরে হঠাৎ নৌকার কর্মী আমার ফুফাতো বোনের ছেলে ভাগিনা জহিরুল, নুর আলম জয়নাল ও অজ্ঞাত বেশ কয়েকজন প্রথমে আমাকে হকিস্টিক ও লাঠি দিয়ে পেটাতে থাকে। পরে নূর আলম আমার কোপ দিয়ে হাতের কব্জি কেটে ফেলে। 

তিনি বলেন, আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মুন্সিগঞ্জ থেকে হাতের কব্জি বিচ্ছিন্ন গুরুতর আহত  এক যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বর্তমানে জরুরি বিভাগের চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এসএএ/কেএ