বর্জ্য সংগ্রহের প্রতিষ্ঠানকে পেতে হবে ন্যূনতম পাস নম্বর
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়ার্ডগুলো থেকে গৃহস্থালির বর্জ্য অপসারণ করা প্রতিষ্ঠানগুলোকে ন্যূনতম পাস নম্বর পেতে হবে।
সে লক্ষ্যে নিবন্ধনের আবেদনপত্র এবং ন্যূনতম পাস নম্বর নির্ধারণে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন।
বিজ্ঞাপন
ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, গঠিত কমিটি ডিএনসিসির আওতাধীন ওয়ার্ডগুলো থেকে গৃহস্থালির বর্জ্য অপসারণের জন্য সেবাদানকারী প্রতিষ্ঠান নিবন্ধন আবেদনপত্র ১০ কর্মদিবসের মধ্যে দাখিল করার পর কমিটি যাচাই বাছাই করে নম্বর প্রদান করবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে (পুর)। এছাড়া সদস্য সচিব হয়েছেন ডিএনসিসির উপ-বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে। পাশাপাশি কমিটির বাকি তিন সদস্য হলেন, ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী, আইন কর্মকর্তা এবং নির্বাহী প্রকৌশলী (সংগ্রহ ও পরিবহন)।
এএসএস/এসকেডি