গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫ জন সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরমাঝে অর্থনীতি বিভাগ থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক আট শিক্ষার্থী। এ নিয়ে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

দ্যা এক্সিলেক্স অব ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য সূত্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পূর্বে উত্তীর্ণ হওয়া ৬৫ জন সংসদ সদস্যের নাম সংগ্রহ করা হয়। এরমাঝে ৮ জনই অর্থনীতি বিভাগের বলে নিশ্চিত করা হয়। তাছাড়া আইন বিভাগ থেকে সর্বোচ্চ ৯ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৬ জন, মার্কেটিং বিভাগের ৫ জন, ইংরেজি বিভাগের ৪ জন সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

নির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পোস্ট করতে দেখা যায়। অনেকে ফুলের তোড়া দিয়েও তাদের অভিবাদন জানান।

অর্থনীতি বিভাগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন- বরিশাল ২ আসনে রাশেদ খান মেনন, চাঁদপুর- ৫ আসনে মেজর রফিকুল ইসলাম বীর উত্তম, চট্টগ্রাম- ৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ, কক্সবাজার-১ আসনে সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, ঢাকা- ৩ আসনে নসরুল হামিদ বিপু, দিনাজপুর- ৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী, সুনামগঞ্জ- ৩ আসনে মুহাম্মদ আব্দুল মান্নান, সিলেট- ১ আসনে আব্দুল কালাম আব্দুল মোমেন।

নিজের বিভাগ থেকে ৮ জন সাংসদ নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে আদিল হোসাইন চৌধুরী নামের এক শিক্ষার্থী বলেন, আমার বিভাগ থেকে ৮ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শুনে সত্যিই অনেক ভালো লাগছে। নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। এটা সত্যিই একটা অনুপ্রেরণা। আমাদের বিভাগের অনেক বড় অর্জন এটি। আমরা রানিং (বর্তমানে অধ্যয়নরত) শিক্ষার্থীরা এ থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে ভালো কিছু করার স্বপ্ন দেখতে পারব।

অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী ঢাকা পোস্টকে বলেন, অর্থনীতি বিভাগ বরাবরই বিশ্ববিদ্যালয়ের আলাদা মর্যাদাপূর্ণ স্থান দখল করে আসছে। এই বিভাগ সবসময়ই অন্যান্য বিভাগ থেকে জ্ঞানচর্চায় অনন্য বলে আমি মনে করি। বর্তমান রাজনীতিতে আমাদের বিভাগের এলামনাইগণ সক্রিয় অংশগ্রহণ করছেন এটাকে আমি অনেক ‘পজেটিভ’ হিসেবে দেখি। কারণ তারা দেশের নেতৃস্থানীয় পর্যায়ে গেলে দেশের আর্থসামাজিক উন্নয়ন হবে বলেই আমি মনে করি। সর্বোপরি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত আমাদের এলামনাইগণকে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।

এমটিআই