দৈনিক দিনকালের ভরপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী  ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।

মঙ্গলবার (১৬জানুয়ারি) রাত সাড়ে ১১টার কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন দিদার জানান, চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তার মৃত্যু হয়।

দৈনিক দিনকালের সাবেক চিফ রিপোর্টার রাশেদুল হক জানান, রায়ের বাজার কবরস্থানে ড. রেজোয়ান সিদ্দিকীককে দাফন করা হবে। 

সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট রেজোয়ান হোসেন সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাঈল জেলার এলাসিন গ্রামে। তার বাবা মরহুম আতিকুল হোসেন সিদ্দিকী। মা মরহুমা হাওয়া সিদ্দিকী। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।

এএইচআর/এমএসএ