কর্মস্থলে অনিয়মিত
শোকজের জবাবও দেননি রাজউকের প্রকৌশলী
কর্মস্থলে অনিয়মিত থাকায় প্রথমে মৌখিক সতর্কতা, পরে কৈফিয়ত তলব ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও এসবের কোনো জবাব দেননি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক উপ-সহকারী প্রকৌশলী। এ অবস্থায় বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে রাজউক।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে এ বিষয়ে জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় ওই কর্মকর্তাকে। তিনি রাজউকের উপ-সহকারী প্রকৌশলী জাহিদ হাসান চঞ্চল।
বিজ্ঞাপন
রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন নোটিশে উল্লেখ করেন, যোগদানের পর থেকে কর্মস্থলে অনিয়মিত তিনি। ফলে কর্মস্থলের কাজের ধারাবাহিকতা বিঘ্নিত হচ্ছে। তাকে মৌখিকভাবে অনেকবার সতর্ক করা হয়। মৌখিকভাবে সতর্ক করার পরেও সংশোধন না হওয়ায় তাকে লিখিতভাবে কৈফিয়ত তলব করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কৈফিয়ত তলবের জবাবপত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে তা প্রেরণের কথা থাকলেও ওই প্রকৌশলী আজ পর্যন্ত তার জবাব দেননি। বিষয়টি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরী বিধিমালা, ২০১৩ এর বিধি ৩৭ (ক), ৩৭ (খ) অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের শামিল।
এই অবস্থায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরি বিধিমালা, ৩৭ (ক) ৩ ৩৭ (খ) ধারা অনুযায়ী কেন তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়েছে রাজউক।
এএসএস/পিএইচ