বিশেষ কাউন্সিল সম্পর্কে অবহিত করতে ইসিতে এনডিএম
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ‘বিশেষ কাউন্সিল-২০২৪’ সম্পর্কে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) দলটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল ইসলাম এবং দপ্তর উপকমিটির দায়িত্বে থাকা জাবেদুর রহমান জনির নেতৃত্বে এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
জানা যায়, এনডিএমের ‘বিশেষ কাউন্সিল-২০২৪’ সম্পর্কে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে চিঠি হস্তান্তর করেন দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং দপ্তর উপকমিটির দায়িত্বে থাকা জাবেদুর রহমান জনির নেতৃত্বে বিশেষ কাউন্সিল প্রস্তুতি এবং অভ্যর্থনা উপকমিটির প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- এনডিএমের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল ইসলাম, উপকমিটির দুই সদস্য (সংযুক্ত) এম এম ইমতিয়াজ রহমান ও মো. প্রিন্স চৌধুরী।
দল সূত্রে জানা যায়, আগামী শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শিশুকল্যাণ পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এনডিএমের বিশেষ কাউন্সিল।
এসআর/এমজে