ওয়ারীর রাজধানী মার্কেটের সামনের রাস্তায় ট্রাকের ধাক্কায় মো. জামাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) চুক্তিভিত্তিক পপরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

সোমবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সুজন বলেন, রাতে আমার বাবা রাজধানী মার্কেটের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় রাস্তা পড়ে থাকেন তিনি। পরে আমি খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এসকেডি