অভিযানে সত্যতা
ভুয়া ভাউচারে কলেজ তহবিলের অর্থ আত্মসাৎ
ভুয়া বিল-ভাউচার প্রস্তুত করে কলেজ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ খতিয়ে দেখতে সোমবার (২২ জানুয়ারি) দুদকের গোপালগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
বিজ্ঞাপন
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ সব তথ্য জানিয়েছেন।
দুদক জানায়, গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. ওহিদ আলম লস্করের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার প্রস্তুত করে কলেজ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগের দুদকের গোপালগঞ্জ অফিস থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। টিম পরিদর্শনের সময় ওই প্রতিষ্ঠানের ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে ক্রয় করা বিভিন্ন সামগ্রী এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম মেরামত ও ইনটেরিওর ডিজাইনিংয়ের জন্য খরচ করা অর্থের ভাউচার সংগ্রহ করে। ভাউচারের সঙ্গে বরাদ্দ করা অর্থ ব্যয়ে অসংগতি রয়েছে মর্মে টিমের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
বিজ্ঞাপন
অভিযানে পাওয়া সংশ্লিষ্ট অর্থবছরের ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র এবং অন্যান্য তথ্যাদি সংগ্রহ করা হয়েছে। যা পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে বলে জানা গেছে।
আরএম/জেডএস